Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

একনজরে:

দপ্তরের নাম:   জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মমর্তার দপ্তর, জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর।

মন্ত্রণালয়/ অধিদপ্তর : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়,বাংলাদেশ সচিবালয়/ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন, মহাখালি, ঢাকা-১২১২।

অফিসের জনবল কাঠামো: জেলা কার্যালয়ে কর্মকর্তাসহ ০৮ জন, উপজেলা কার্যালয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ ০৫ জন। জেলা কর্মকর্তা (ডিআরআরও) জেলা প্রশাসকের সরাসরি তত্ত্বাবধানে এবং উপজেলা কর্মকর্তা (পিআইও) উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী অফিসারের তত্ত্বাবধানে দাপ্তরিক কাজ করে থাকেন।

যানবাহন: জেলা কার্যালয়ে ১টি জীপগাড়ী ও উপজেলা কার্যালয়ে ০২টি করে মোটর সাইকেল বরাদ্দ রয়েছে।

আইসিটি সামগ্রী: জেলা ও প্রতিটি উপজেলা কার্যালয়ে Disaster Managment Information Center(DMIC)স্থাপন করা হয়েছে। এছাড়া ০১টি করে E-Library ও Electronic Asset Resister, ল্যাপটপ, কম্পিউটার, স্ক্যানার, প্রিন্টার ও ফটোকপিয়ার মেশিন রয়েছে। উল্লেখ্য, ফটোকপিয়ার ও স্ক্যানার অকেজো অবস্থায় রয়েছে।